Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুলাই ২০২১

প্রকল্পের আউটপুট

 

প্রকল্পটির প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য হলো ভূমি ব্যবহারের বিস্তারিত তথ্য সংগ্রহ পূর্বক এর সম্ভবনা কে বিবেচনা করতঃ তাদের মান ও বৈশিষ্ট অনুযায়ী ভূমি জোনিং চুড়ান্তকরণে ব্যবহার করা।

 

দেশের মোট ভূমি সম্পদের সুষ্ঠ পরিকল্পনা ও সঠিক ভূমি সম্পদ ব্যবস্থার জন্য ভূমি জোনিংকে একটি সুসংহত উন্নয়ন ভিত্তিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে। ফলে বিস্তারিত ভূমি জোনিং এর মাধ্যমে নিম্নলিখিত আউটপুট সমূহ পাওয়া যাবেঃ

 

১. উপজেলা ও ইউনিয়ন অথবা কোন বিশেষ এলাকা ভিত্তিক ভূমির ব্যবহার ও বৈশিষ্ট্য অনুযায়ী মৌজা ও প্লটওয়ারী বিস্তারিত ভূমি জোনিং মানচিত্র ও প্রতিবেদন প্রণয়ন;

 

২. বিভিন্ন সাইট নির্বাচন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদানে মানচিত্রের ব্যবহার;

 

৩. SIA এবং EIA প্রতিবেদন প্রণয়নের মাধ্যমে ইউনিয়ন ও অঞ্চল ভিত্তিক সঠিক ভূমি জোনিং করণ;

 

৪. জাতীয় পর্যায়ে একটি ভূমি জোনিং তথ্য ডাটা ব্যাংক প্রণয়ন;

 

৫. প্রতিটি উপজেলার জন্য ৫০টি করে মোট ৪৯৩টি উপজেলার প্রতিবেদন বাংলায় প্রণয়ন;

 

৬. জাতীয় ভূমি ব্যবহার নীতি-২০০১ কে আপডেট করা এবং একটি নতুন ভূমি ব্যবহার আইন প্রণয়ন।